Aaj Jyotsna Raate song lyrics penned by Rabindranath Tagore, music composed by Bob SN, and sung by Madhubanti.


Aaj Jyotsna Raate song lyrics


Song Aaj Jyotsna Raate
Singer Madhubanti
Music Bob SN
Lyricst Rabindranath Tagore

Aaj Jyotsna Raate Lyrics

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।

যাবো না, যাব না যে, যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে।
এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে,
যাব না এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।

আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে। (x2)
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।

Watch Aaj Jyotsna Raate Song Video

Aaj Jyotsna Raate song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Madhubanti is the singer of this Aaj Jyotsna Raate song.

This Aaj Jyotsna Raate Song lyrics is penned by Rabindranath Tagore.

Share your love